আগামী বছর অক্টোবর নাগাদ গ্যাস সংকট থাকবে না- তৌফিক ই ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী জানিয়েছেন, আগামী বছর অক্টোবর নাগাদ গ্যাস সংকট থাকবে না।
পরিবেশ বান্ধব সমাধানের উন্নয়ন বা গ্রিন গ্রোথ সলিউশন নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এমসিসিআই, নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এনসিসিআই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি একথা বলেন। গ্যাসের দাম বাড়বে উল্লেখ করে এর অপচয় রোধের পরামর্শ দিয়েছেন তৌফিক ই ইলাহী।
পরিবেশ বান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকারকে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির  আহবান জানিয়েছে এমসিসিআই। উদ্বোধনী পর্বে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গ্রিন গ্রোথের প্রসারে কৌশলপত্র তৈরি করছে সরকার। সম্মেলনের চার পর্বে ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতসহ দু’দেশের ১৬ প্রতিষ্ঠানের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।