দালালের কারণে উন্নয়ন প্রশ্নবিদ্ধ: ঘুষ না দেয়ার আহবান আরইবি’র

দালাল চক্রের কারণে বিদ্যুৎখাতের উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছে  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
গ্রামে বিদ্যুৎ সংযোগ পেতে কোন অর্থ বা চাঁদা না দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
সম্প্রতি দেয়া এক বিজ্ঞপ্তিতে বিআরইবি এই আহবান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,   কিছু স্বার্থানেসী, দালাল চক্র অবৈধ অর্থ বা চাঁদা আদায়ের কারণে সরকারের উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশে বিদ্যুতের উন্নতি হচ্ছে। বাপবিবো এক কোটি ৮২ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
২০১৮ সালের মধ্যে শতভাগ উপজেলা বিদ্যুতায়নের কার্যক্রম নিয়েছে।  ১৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
আগামী ২০১৮ সালের মধ্যে ৪৬০টি উপজেলা পর্যায়ক্রমে শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। কিন্তু
সরকারের এ উদ্যোগ কতিপয় দালাল চক্রের অবৈধ অর্থ বা চাঁদা আদায়ের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে।