প্রাথমিক জ্বালানির ঘাটতি উত্তরণের পথ নেই

বিদ্যুতে বরাদ্দ বাড়ানো হয়েছে এটা ভাল লক্ষণ। কিন্তু জ্বালানি খাতকে বরাবরের মতই অবহেলা করা হয়েছে। জ্বালানিখাতে প্রয়োজনের সাথে মিল রেখে আগানো যায়নি। যে বরাদ্দ দেয়া হয়েছে তাতে প্রাথমিক জ্বালানি ঘাটতি থেকে উত্তরণের কোন পথ নেই। অথচ বাংলাদেশ প্রাথমিক জ্বালানি ঘাটতির দেশ। ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে। এজন্য প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে এখনই উদ্যোগি হতে হবে।
বিদ্যুতে গুরুত্ব দেয়া হয়েছে এটা ভাল উদ্যোগ। তবে অনেক বিষয়ে পরিস্কার করা হয়নি।