বাংলাদেশে এলএনজি ও বিদ্যুতকেন্দ্র করতে রিলায়েন্সকে এডিবির ঋণ

বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের রিলায়েন্সকে প্রায় ৫৮৩ মিলিয়ন ডলার (৫৮ কোটি ৩০ লাখ ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

ভারতের বেসরকারি খাতের কোম্পানি রিলায়েন্স বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে যাচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি মেঘনাঘাটে এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হবে এলএনজি টার্মিনাল। এই দুই প্রকল্পে খরচ ধরা হয়েছে এক বিলিয়ন ডলার।

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক মাইকেল ব্যারো বলেছেন, রিলায়েন্সের সঙ্গে এডিবির অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নের জন্যই। এতে করে দেশটির অর্থনৈতিক উন্নয়ন যেমন তরান্বিত হবে তেমনি, চাহিদাও পূরণ হবে।

রিলায়েন্স পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেনুগোপালা রাও বলেছেন, এটি একটি বড় প্রকল্প। যার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুতখাতে সহায়তা হবে।

প্রাথমিকভাবে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তীকালে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এলএনজি দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে।