বিদ্যুৎ বিভাগে প্রতিবছর ৫০০ শিক্ষানবীশ নিয়োগ

বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রতি বছর ৫০০ শিক্ষার্থীকে শিক্ষানবীশ হিসেবে নিয়োগ দেয়া হবে। এ বছর  ১৬৫ জনকে দেয়া হচ্ছে। গত বছর বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ১০০ জনকে শিক্ষানবীশ হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়।
আজ সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সিআরআই এর যৌথ উদ্যোগে আয়োজিত তরুণ শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরে শিক্ষানবীশ কার্যক্রমের  শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সাথে দ্রুত খাপ খাওয়াতে শিক্ষানবীশ কার্যকর অবদান রাখবে। চাকরি পূর্ব প্রশিক্ষণ দক্ষ জনগোষ্ঠী গঠন করবে। যারা পরবর্তী আধুনিক বাংলাদেশ গড়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়বে। তিনি বলেন, আজকের তরুণদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। কর্ম পরিবেশের সাথে আগে থেকেই ধারণা থাকলে আস্থাশীল হয়ে সাবলীলভাবে কাজ করা যায়। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়ন দ্রুত সম্ভব হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।
সিআরআই জাতীয় উন্নয়নে ও তরণদের উন্নতির জন্য এ পর্যন্ত ২৬ হাজার ৫০০ জনকে চাকরি, প্রশিক্ষণ ও  স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। ছয় মন্ত্রণালয় ও চার বেসরকারি প্রতিষ্ঠান এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ভারত ও চীনের সাথে জ্ঞান বিনিময় কার্যক্রম চলছে। এছাড়া ই-কমার্স সংক্রান্ত প্রায় এক হাজার প্রশিক্ষণ শেষ হয়েছে।
internship