বড়পুকুরিয়া কয়লাখনিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও  খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি কর্মবিরতি পালন করছে।
ইউনিয়নের ১৩ দফা ও সমন্বয় কমিটি ৬ দফা দাবীতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে শ্রমিকরা। খনির ভেতর শ্রমিকসহ কোন কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেয়া হয়নি।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদাক আবু সুফিয়ান ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পক্ষে আরিফুল ইসলাম সুমন।
সোমবার বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে সমন্বয় কমিটির সাথে একাত্বতা ঘোষণা করে দাবী আদায়ের জন্য খনি শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করে। এসময় তারা বলেন, খনি কর্তৃপক্ষ দাবী মেনে না নেয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।
এসময় বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম (রবি), খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০গ্রামের সমন্বয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান, মশিউর রহমানসহ অনেকে। খনির আবাসিক এলাকাসহ কর্মরত কর্মকর্তা কর্মচারী তিনদিন অবরুদ্ধ অবস্থায় খনি ভেতর অবস্থান করছেন।