৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য এডিবি’র ৫০ কোটি ডলার ঋণ

এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি খুলনাতে ৮00 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৫00 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন করতেও এখান থেকে খরচ হবে।
২0২২ সালে এটা শেষ হবে।
এতে মোট খরচ হবে এক দশমিক ১৪ বিলিয়ন। ইসলামী উন্নয়ন ব্যাংক সিফিনান্সিংয়ে ৩00 মিলিয়ন ডলার এবং সরকার এডিবি সমর্থনের শীর্ষে ৩৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণ দেবে।

রূপসা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ১২ কিলোমিটার গ্যাস বিতরণী পাইপলাইন স্থাপন করা হবে।

এডিবি এনার্জি স্পেশালিস্ট আজিজ ইউসুভ বলেন, রূপসা বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের জন্য প্রথম  বিদ্যুৎকেন্দ্র। অর্থনীতিতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে এটা। ব্যবসায় সম্প্রসারণকে উদ্দীপিত করবে। প্রায় তিন লাখ গ্রাহককে অতিরিক্ত বিদ্যুত সরবরাহ করে নতুন কাজের সুযোগ তৈরি করবে।