প্রত্যান্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহে আরইবি ও স্রেডার চুক্তি সই

পার্বত্য, দ্বীপ ও চরাঞ্চলের মতো এলাকা যেখানে গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সেখানে সৌর জ্বালানিভিত্তিক মিনি গ্রিড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)যৌথভাবে এ কাজ করবে।
মঙ্গলবার রাজধানীতে স্রেডার কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে আরইবি ও স্রেডা।
চুক্তি সই অনুষ্ঠানে এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, স্রেডার সদস্য সিদ্দিক জোবায়েরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী পাঁচ বছরে আরইবি যেসব দুর্গম এলাকায় গ্রিড বিদ্যুৎ সুবিধা দিতে পারবে না, তার তালিকা দেবে স্রেডাকে। ওই তালিকা ধরে সেসব অফগ্রিড এলাকায় স্রেডা সরকারি-বেসরকারি উদ্যোগে সোলার মিনি গ্রিড স্থাপনে কাজ করবে। জানা যায়, প্রায় ১ হাজার এলাকার একটি প্রাথমিক তালিকা করেছে আরইবি।