আজ ভারত থেকে জ্বালানি তেল আসবে

দুই হাজার ২০০ মেট্রিক টন ডিজেল আসছে ভারত থেকে। শনিবার বাংলাদেশে এই তেল আমদানি করা হবে।
ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই আমদানির উদ্বোধন হবে।
শুক্রবার সকালে ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের এ তথ্য জানান। ধর্মেন্দ্র বলেন, আমি উভয় দেশের সরকারের মধ্যে সামষ্টিক সহযোগিতার কথা বলতে পারি। এবং এটা এ কারণে নয় যে আমরা কিছু দিচ্ছি। বাংলাদেশও ভারতীয় স্বার্থের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। আমরা পরস্পরের চাহিদা পূরণ করছি।

india petrolium minister dhormendro prodhan
ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুদেশের সম্পর্ককে নিশ্চিতভাবে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যৌথ গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্নভাবে প্রতিবেশী দুই দেশ একে অপরকে সহায়তা করতে পারে বলেও মনে করেন তিনি।
এর আগে গত বছর মার্চে ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেলের চালান দিনাজপুর দিয়ে বাংলাদেশে আমদানি করা হয়।
জ্বালানি তেল আমদানির জন্য গত ২০১৫ সালের এপ্রিলে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে ১৩৯ কিলোমিটার পাইপলাইন নির্মাণে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, এনআরএলের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুর বিপিসি ডিপো পর্যন্ত ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপিত হবে। তবে পাইপলাইন স্থাপনের কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল অয়েল ট্যাঙ্কারে করে তেল আনা হচ্ছে।