আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে রাশিয়া যাওয়ার সুযোগ

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটম আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। এজন্য বাংলাদেশের সাংবাদিকদের নাম অর্ন্তভূক্ত করার আহ্বান করা হয়েছে। রসাটমের প্রকৌশল শাখা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর- এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরষ্কারের সাথে প্রতিযোগী আয়োজকদের খরচে রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। বাংলাদেশ, ভারত, ইরান, মিশর, চীন, বেলারুশ এবং হাঙ্গেরীর সাংবাদিকরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উল্লেখ্য এসকল দেশে রাশিয়া বর্তমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। এটমস্ত্রয়এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার খাজিন বলেন, বাংলাদেশের নয়নাভিরাম প্রকৃতি এবং ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে অবস্থিত গ্রামগুলোর মানুষের অকৃত্রিম হৃদয়ের সৌন্দর্য্য আমাকে রোমাঞ্চিত করেছে। এই পথ দিয়ে আমি অনেক বার ভ্রমণ করেছি। আশা করি বাংলাদেশের ফটো সাংবাদিক বন্ধুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে নিজের দেশকে আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরার সুযোগ পাবে। আগ্রহী আলোকচিত্রীরা ‘মানুষ’, ‘শহর’, ‘বন্যপ্রাণী’ বিষয়ের ওপর ধারণকৃত ছবি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিশেষ আর একটি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে এবং তা হলো ‘ভবিষ্যতের এনার্জি’। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষ, প্রকৃতি ও পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিবাচক প্রভাব নিয়ে ধারণ করা ছবি এই ক্যাটাগরিতে স্থান পাবে। একজন প্রতিযোগী ১লা জানুয়ারী ২০১৮ এর পওে তোলা একটা অথবা অনুর্ধ পাঁচটা ছবির সিরিজ পাঠাতে পারবেন। স্মার্টফোন ও ট্যাব এ তোলা ছবিাও পাঠাতে পারবে। ফটোর ক্রপিং, হোয়াইট ব্যালেন্স কারেকশন, ডেনসিটি কারেকশন (ব্রাইটনেস, কন্ট্রাস্ট) ইত্যাদির মতো ছোটখাটো প্রসেসিং করা যেতে পারে। তবে ফ্রেমে বাঁধানো, বড় ধরণের ডিজিটাল ম্যানিপুলেশনকৃত ফটো এবং কোলাজ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। আগামী ১০ই ফেব্রুয়ারী ২০১৯ এর আগে  [email protected] এই-মেইলে সকল নিয়ম-কানুন অনুসরণ করে পাঠানো আলোকচিত্র প্রতিযোগিতায় স্থান পাবে। আন্তর্জাতিক বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবেন। শ্রেষ্ঠ আলোকচিত্রগুলো বিশেষভাবে আয়োজিত প্রদর্শণীতে স্থান পাবে। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি  http://ase-ec.ru/en/for-journalists/photo-awards/ ওয়েব লিংকে পাওয়া যাবে।