আলোক উৎসব: ২০ হাজার মেগাওয়াটের মিছিল

বিদ্যুতের সাফল্যের আলোক উৎসব হলো নগরীতে। বর্ণিল আতোশবাজির আলোকছটায় ভরে উঠে নগরী।২০ হাজার মেগাওয়াটের মিছিল উদযাপন করা হয়।
শুক্রবার রাজধানীর তিন স্থানে এক সাথে এই আলোক উৎসব করা হয়।
হাতিরঝিল, সদরঘাট ও আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই আলোক উৎসব করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আলোক উৎসব উদ্বোধন করেন। সে সময় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। উপস্থাপন করা হয় সরকারের উন্নয়নের তথ্য।স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত লেজার শো-এর মাধ্যমে দেশের বিদ্যুতের অবস্থা তুলে ধরা হয়।
দেশের ১২৪ বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ক্ষমতা ১৭ হাজার ৪৩ মেগাওয়াট। এর সাথে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ যোগ হবে দুই হাজার ৮০০ মেগাওয়াট। আছে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রায় ২৯০ মেগাওয়াট। এতে মোট স্থাপিত ক্ষমতা ২০ হাজার ১৩৩ মেগাওয়াট। এ ছাড়া আগামী ১০ই সেপ্টেম্বর ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে।
২০১৬ সালে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের আলোক উৎসব করা হয়েছিল।

power light