একনেক বৈঠকে দুটি বিদ্যুৎ বিতরণ প্রকল্প অনুমোদন হতে পারে

চার লাখ ১৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দিতে রংপুর ও রাজশাহী বিভাগে নতুন বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হতে পারে।
প্রকল্প এলাকায় জনগণের আর্থ-সামাজিক অবস্থা এবং গ্রাহক সেবার মান উন্নয়নে ২০৩০ সালের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আরো উন্নয়নে প্রকল্প এলাকায় শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য।
রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ লাইন এবং উপকেন্দ্র এক্সটেনশন ও পুনর্বাসন প্রকল্প ১ হাজার ১শ’ ২৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধিনে নর্দান ইলেক্ট্রিক সাপলাই কোম্পানির (এনইএসসিও) মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্প কাজ শেষ হবার কথা।
প্রকল্পটি রংপুর বিভাগের আট জেলার ২১ টি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা এলাকায় বাস্তবায়ন হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে এবং এলাকায় ১ লাখ ৮০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।
রাজশাহী বিভাগে বিদ্যুৎ বিতরণ লাইন এবং উপকেন্দ্র এক্সটেনশন ও পুনর্বাসন প্রকল্প ১ হাজার ৯১কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে বিদ্যুৎ বিভাগের অধিনে নর্দান ইলেক্ট্রিক সাপলাই কোম্পানির (এনইএসসিও) মাধ্যমে অন্য প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্প কাজ শেষ হওয়ার কথা।
প্রকল্পটি বাস্তবায়ন হলে ৪৭০ মেঘাওয়াট বিদ্যুৎ ক্ষমতা বাড়বে এবং এলাকায় ২ ল্খ ৩৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
প্রায় তিনটি নতুন ৩৩/১১ কেভি সাব- স্টেশন, স্ট্যার্ন্ডাড আপ গ্রেডেশন এবং প্রায় ২০টি ৩৩/১১ কেভি সাব এক্সেটেশন পুনর্বাসন, প্রায় ২,০৪২.৫ কিলোমিটার নতুন লাইন স্থাপন, ২৫টি সার্কিট ব্রেকার স্থাপন এবং ৩১১ টি ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করা প্রকল্পটির লক্ষ্য।
একনেক বৈঠকে ১০০১ কোটি টাকা ব্যায়ে সৈয়দপুর ১৫০ মেঘাওয়াট প্লাস ১০ শতাংশ সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আরো একটি প্রকল্পও অনুমোদন করা হতে পারে। এ প্রকল্পটি ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন হবার কথা রয়েছে।