এলইডি বাতিকে উৎসাহিত করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী পর্বে একথা বলেন তিনি।

এ চার প্রদর্শনীর মধ্যে ‘বাংলাদেশ লাইটিং এক্সপো ২০১৭’ শিরোনামে লাইটিং বিষয়ক একটি প্রদর্শনী রয়েছে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গত বাজেটে এলইডিকে প্রমোট করতে উদ্যোগ নিয়েছি আমরা। এলইডি বাতি আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তিনি বলেন, দেশীয় ম্যানুফ্যাকচারারদেরও বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার।