এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সামিট

কক্সবাজারের মহেশখালীতে একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করবে সামিট।
আজ মঙ্গলবার পেট্রােসেন্টারে এই বিষয়ে পেট্রোবাংলার সঙ্গে অনুস্বাক্ষর করেছে সামিট গ্রুপ। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান ও মো. ফরিদ খান, জিই গ্লোবাল গ্যাস টু পাওয়ার-ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর পিটার ম্যাকি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি প্রাইভেট লিমিটেড চূড়ান্ত চুক্তি সম্পাদনের পর ১৮ মাসের মধ্যে নির্মাণ-মালিকানা-পরিচালন-হস্তান্তরের (বিওওটি) ভিত্তিতে এ টার্মিনাল স্থাপনের কাজ শেষ করবে।
এ টার্মিনালে আমদানি করা এলএনজি থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। এভাবে ১৫ বছর চলার পর পেট্রোবাংলার কাছে টার্মিনালটির দায়িত্ব হস্তান্তর করবে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি।
টার্মিনালটি নির্মাণে কোম্পানিটিকে ৪০ থেকে ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।