এলএনজি ট্যাংকার সরবরাহে সাউথ কোরিয়ার আধিপত্য

তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি ট্যাংকার জাহাজ সরবরাহের বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে সাউথ কোরিয়া। আগামী তিন বছরে দেশটি ৯শ’ কোটি ডলারের এলএনজি ট্যাংকার জাহাজ সরবরাহের ক্রয়াদেশ পেয়েছে। দাইয়ু শিপ-বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ ও স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ৫০টিরও বেশি বড় আকারের এলএনজি ট্যাংকার জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পেয়েছে। আগামী তিন বছরের মধ্যে এগুলো সরবরাহ করতে হবে। নতুন এ জাহাজগুলো যুক্ত হলে বিশ্বে এলএনজি জাহাজের সংখ্যা ১০ শতাংশ বাড়বে। চলতি বছর বিশ্বের ৭৮ শতাংশ এলএনজি-ট্যাংকার সরবরাহের ক্রয়াদেশ পেয়েছে দক্ষিণ কোরিয়া।