এলএনজি পাইপে ছিদ্র: সরবরাহ করতে আরও সময় লাগবে

পাইপে ছিদ্র থাকায় নিদিষ্ট দিনে সরবরাহ শুরু হচ্ছে না তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। ফলে গ্যাস সংকট নিয়েই থাকতে হবে আরও কিছু দিন।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, এলএনজি সরবরাহ করতে যে পাইপ সেখানে ত্রুটি দেখা দিয়েছে। সাগর উত্তাল হওয়ায় তা মেরামত করতেও সময় লাগছে।
২৬শে মে এলএনজি সরবরাহ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব হচ্ছে না। নতুন করে কবে সরবরাহ শুরু হবে, কবে নাগাদ পাইপ মেরামত হবে তা এখনও অনিশ্চিত। তবে আগামী মাসের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা।
এপ্রিলের ২৩ তারিখ এলএনজি জাহাজ বাংলাদেশের সীমায় এসে পৌছায়। সাগরে এখন তা নোঙর করা আছে।
এরমধ্যে দুইবার গ্যাস সরবরাহের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। গ্যাস সরবরাহ করলেই পাইপের মাঝমাঝি সংযোগ খুলে যাচ্ছে বলে জানা গেছে।