ওমান থেকে বছরে ১০ লাখ টন এলএনজি আমদানি চুক্তি

ওমান থেকে সরকারিভাবে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনা হবে। বছরে আনা হবে ১০ লাখ টন। আগামী জুলাই থেকে এই গ্যাস আনা শুরু হবে।
এজন্য রোববার পেট্রোবাংলা ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (ওটিআই) সাথে ক্রয়-বিক্রয় চুক্তি করেছে। ১০ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে।
মহেশখালিতে যুক্তরাষ্ট্র্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে এই গ্যাস রূপান্তর করে পাইপে সরবরাহ করা হবে।
পেট্রোসেন্টারে চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফায়জুল্লাহ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং ওটিআইয়ের মাহির আর জাদজালি চুক্তিতে সই করেন।