ক্ষতিপুুরণ আদায় করতে নাইকোর সম্পদগুলো খুঁজে দেখা হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  বলেন, ক্ষতিপুুরণ আদায় করতে নাইকোর সম্পদগুলো খুঁজে দেখা হবে। তা দেশে হোক আর বিদেশে।
আজ বৃহস্পতিবার একটি রিট আবেদনের প্রেক্ষিতে বাপেক্সের সঙ্গে নাইকোর চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পাশাপাশি তাদের সম্পদ জব্দেরও নির্দেশ দেয়।
এই রায়ের পর বিদ্যুৎ ভবনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন চেষ্টা করেছিলাম। তথ্য-প্রমাণগুলো মাঝপথে হারিয়ে গিয়েছিল। পরে কানাডিয়ান সরকারের কাছ থেকে তথ্যগুলো আনা হয়। তথ্য-প্রমাণের মধ্যে এফবিআই লিখিতভাবে সাক্ষী দেয়। এই রায়ের মাধ্যমে সরকার গ্যাসক্ষেত্রটি ফেরত পেলো। এখন আমরা আন্তর্জাতিক আদালত ইকসিডের রায়ের জন্য অপেক্ষা করবো। এই রায়ের প্রভাব সেখানে পড়বে।