গ্যাসের দাম বাড়বে না: ৩ হাজার কোটি টাকা ভর্তূকি

গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই। গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো ১০০ কোটি ঘনফুট আমদানি করা তরল গ্যাস (এলএনজি) এর হিসাব করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু বর্তমানে এলএনজি সরবরাহ হচ্ছে ৩০ কোটি ঘনফুট। দ্বিতীয়ত, এলএনজি আমদানিতে এনবিআর সম্পূরক শুল্ক তুলে দিয়েছে। এ কারণে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়নি। কমিশনের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ জানান, এলএনজি আমদানির জন্য যে অর্থের প্রয়োজন তাতে সরকার ভর্তূকি দেবে। সরবরাহ কোম্পানিগুলোকে প্রায় তিন হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি শুরু হলে গ্যাসের দাম বাড়ানোর বিষয় বিবেচনা করা হবে। এসময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আসাসিক ছাড়া শিল্প, সিএনজি, ক্যাপটিভসহ অন্য খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল সরবরাহ কোম্পানিগুলো।