গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে ছিল।
বিইআরসি সূত্র এবিষয় নিশ্চিত করেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্প, বিদ্যুৎ ও সিএনজিতে ব্যবহার করা গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে আনা হয়েছিল।

গণশুনানী শেষে ৯০ কার্যদিবসের মধ্যে নতুন দাম ঘোষণার নিয়ম আছে। সেই  বাধ্যবাধকতা শেষ হয়েছে।

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য পেট্রোবাংলার প্রতিবছর দুইশত কোটি ডলার প্রয়োজন। এই অর্থের যোগান দিতে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল।
প্রতি ঘনমিটার গ্যাসের দাম গড়ে ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। ১১ থেকে ২১শে জুন গ্যাসের দাম বাড়ানোর শুনানী হয়।
এরআগে ২০১৭ সালের মার্চ ও জুনে দুই দফায় গ্যাসের দাম ২২ শতাংশ বাড়ায় বিইআরসি।