গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে চলছে হরতাল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানিতে চলছে আধা বেলার হরতার। হরতালের সমর্থনে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে সমর্থকরা।
হরতালের সমর্থনে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল হচ্ছে রাজধানির বিভিন্ন স্থানে। রাস্তায় ইট ফেলে অবরোধ করা হয়েছে। পল্টন মোড়, গুলিস্তান, দৈনিকবাংলা, প্রেসক্লাব, বিজয়নগর এলাকায় মিছিল করা হয়েছে।
সকাল ৬টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত এই হরতাল চলবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন এই হরতাল ডেকেছে।
এসএসসি পরীক্ষা, অগ্নিনির্বাপণব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের বাইরে রাখা হয়েছে।

hartal energybangla.1