গ্যাস সংকটে যমুনা সার কারখানা বন্ধ

গ্যাসের চাপ অস্বাভাবিক কমে যাওয়ায় জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, এক সপ্তাহ যাবত গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্টিক টন সার উৎপাদন হয় এ কারখানায়। উৎপাদন চালু রাখতে যে পরিমাণ গ্যাসের চাপ প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। ফলে গত সোমবার রাত থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গ্যাসের চাপ স্বভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদনে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কারখানা কর্তৃপক্ষ।