জাপানের ফুকুসিমায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

জাপানের ফুকুসিমায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। বৃহস্পতিবার আঘাত হানা ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।
ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো হতাতহের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করেনি জাপানের আবহাওয়া দপ্তর।
টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোং-এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা ফুকুসিমা ডাইচি প্লান্টে কোনো ধরনের অস্বাভাবিক কোনো ঘটনা দেখিনি।
এর আগে ২০১১ সালে ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।