দু’মাস তিতাসের সিবিএ র্নিবাচন স্থগিত

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২০১৪ সালের সিবিএ নির্বাচন দুই মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।শ্রম পরিচালক কর্তৃক গত ৩০ শে এপ্রিল অফিস স্বারক এর বৈধতা চ্যালেঞ্জ করে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (রেজিং নং ১১৯৩) এর সভাপতি মোঃ মাহবুবুর রহমানের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে গত সোমবার আদালত এ অর্ন্তবতীকালীন আদেশ দেন।একই সঙ্গে সিবিএ নির্বাচন সংক্রান্ত শ্রম পরিচালক কর্তৃক ইস্যূকৃত অফিস স্বারকের কার্যকারিতা কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারী করা হয়েছে।বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানী করেন ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, এডভোকেট মোঃ জাহিদুল বারি, এডভোকেট মোঃ রজব আলী, এডভোকেট ফাতেমা সুলতানা স্বপ্না এডভোকেট নাসিমুল হাসান।

আদালত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৭৯(৫) ধারার বিধান মোতাবেক তিতাসের বৈধ ট্রেড লাইসেন্স নির্ধারনের কার্যক্রম শেষ করে নতুন নির্বাচনের তারিখ নির্ধারনের নির্দেশ দেন। গতকাল তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১১৯৩) এর সভাপতি মাহবুবুর রহমান স্বাক্ষতি এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্যজানাযায়|