নয়াদিল্লীর আঞ্চলিক সম্মেলনে সামিট চেয়ারম্যান

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেছেন, বাংলাদেশ এবং ভারতের পূর্ব উপকূলীয় এলাকায় প্রাকৃতিক গ্যাসের ব্যাপক চাহিদা আছে।
ভারতের নয়া দিল্লীতে আয়োজিত ইন্দো-প্যাসিফিক বিষয়ক রিজিওনাল কানেক্টিভিটি কনফারেন্স অন সাউথ এশিয়া-তে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এলএনজি  আমদানি শুরু করেছে।  বাংলাদেশ  ভারতের পূর্ব উপকূলের জন্য এলএনজির বাণিজ্যিক কেন্দ্র হতে পারে।
জলবায়ু পরিবর্তনে যেসব নেতিবাচক প্রভাব আছে তা থেকে মুক্ত হওয়া যাবে। বিদ্যুৎ উৎপাদনে এলএনজির ব্যবহার ডি-কার্বোনাইজ করবে এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখবে।

আঞ্চলিক এই কনফারেন্স কাটস ইন্টারন্যাশনাল, ইস্ট ওয়েস্ট সেন্টার, এফআইসিসিআই এবং গিফট অফ দ্যা ইউনাইটেড স্টেটস গভর্মেন্ট আয়োজন করে।
সম্মেলনে ডায়মন্ড গ্যাস ইন্টারন্যাশনালের (মিতসুবিশি) ভিপি তারো ইয়ানাগিদাট, শেল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার অনিন্দ্য চৌধুরী এবং ইন্টিগ্রেটেড রিসার্চ এন্ড অ্যাকশন ফর ডেভেলপমেন্টের (আইআরএডি) চেয়ারম্যান কিরিত পারিখ বক্তব্য রাখেন।