বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্র শর্তযুক্ত পরিবেশ ছাড়পত্র পেল

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) ছাড়পত্র দেয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনসহ ৫৯টি শর্ত দেয়া হয়েছে। এস আলম গ্রুপ এই বিদ্যুৎ কেন্দ্র করবে।
আবেদনের প্রায় এক বছর পর এই ছাড়পত্র পেল তারা। গত বছরের আগস্ট মাসে পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছিল।
অন্য শর্তগুলোর মধ্যে আছে, সেখানকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, খাল সংরক্ষণ করে ভৌত অবকাঠামোর কাজ করা, পরিবেশবান্ধব ভবন নির্মাণ, মজুদ কয়লায় ঢাকনা ব্যবহার করা ইত্যাদি।
এস আলমগ্রুপ সেখানে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যৎ কেন্দ্র করবে। এতে খরচ হবে ২৫০ কোটি ডলার। এস আলমের সাথে চীন এখানে বিনিয়োগ করবে।

এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪ঠা এপ্রিল দুই ভাইসহ চারজন নিহত হন।