বাংলাদেশ, মিয়ানমার, চীন বিদ্যুৎ বাণিজ্যে সম্মত

বাংলাদেশ মিয়ানমার চীন

বাংলাদেশ, মিয়ানমার ও চীন বিদ্যুৎ বাণিজ্য করতে সম্মত হয়েছে।
শুক্রবার মিয়ানমারের না পাই তৌতে অনুষ্ঠিত তিন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে সংবাদ সংস্থা জিংহুয়া জানিয়েছে।

বৈঠকে তিন দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড এবং অবকাঠামো উন্নয়নের আন্তঃসংযোগ উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে সহযোগিতা বাড়ানো বিষয়ে আলোচনা হয়।

প্রতিবেশী দেশগুলির মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ত্রিপাক্ষিক চুক্তি, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো হবে এই চুক্তির মাধ্যমে। এছাড়া তিন দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের শক্তিশালীকরণ এবং বিদ্যুতের মৌলিক চাহিদা পূরণের বিষয়েও আলোচনা হয়েছে।
মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই কার্যক্রম প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, মিয়ানমারের কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইউ উইন খাইং এবং ন্যাশনাল এনার্জি এ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না এর এর সহ-প্রশাসক লি ফনরং উপস্থিত ছিলেন।