বিএনপি একবছর গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না: তদন্ত করবে কুইক রেন্টালের

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে বিদ্যুৎ গ্যাসসহ কোন জ্বালানির দাম বাড়াবে না। তবে কুইক রেন্টালের উচ্চ দামের কারণ খতিয়ে দেখতে টাস্কফোর্স করবে।

নির্বাচনের ইশতেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রজধানীর লেকশোর হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইশতেহারে বিএনপি অদক্ষ পুরানো বিদ্যুৎ কেন্দ্রগুলো অতিজরুরি ভিত্তিতে আধুনিকায়ন এবং পুনর্বাসনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, দেশীয় গ্যাস এবং ফার্নেস-অয়েল-এর ওপর নির্ভলশীলতা ক্রমান্বয়ে কমানো হবে। বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে নিরসন এবং কার্বন নিঃস্বরণ কমানোর জন্য ছোট, মাঝারি ও বৃহদাকার পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানী আহরণ বিশেষ করে সৌরশক্তি, বায়ুশক্তি, জিও-থারমাল, সমুদ্র তরঙ্গ, বায়োগ্যাস, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ নানামুখী পদক্ষেপ নেয়া হবে।

বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, জলাধার, গ্যাস উত্তোলন ও সরবরাহ শিল্প সরকারি খাত এবং প্রয়োজনবোধে সরকারি/বেসরকারি যৌথ উদ্যোগে স্থাপন করা হবে।

ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদ্যুৎ ও আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে না। বিদ্যুৎ ও গ্যাসের মূল্যে সকল প্রকার অসঙ্গতি দূর করা হবে।

একটি টাস্কফোর্স রেন্টাল পাওয়ার প্রজেক্টের উচ্চ ব্যয়ের কারণ তদন্ত করে দেখবে।

বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না। তবে মেগা প্রকল্পে ব্যয়ের আড়ালে সংগঠিত দুর্নীতি নিরীক্ষা করে দেখা হবে এবং এজন্য দোষীদের আইনের আওতায় আনা হবে।

বর্তমান সরকারের শেষ দুই বছরে নেয়া প্রকল্পগুলো পুনঃবিবেচনা করার জন্য কমিটি গঠন করা হবে।