বিদ্যুৎকেন্দ্রর ঋণপত্রে ছাড়

বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যন্ত্র ও যন্ত্রাংশ আমদানির ঋণপত্র (এলসি ) খোলায় ছাড় দেয়া হয়েছে। ঋণপত্র খুলতে যে এক শতাংশ জমা রাখতে
হয় বিদ্যুৎকেন্দ্রর জন্য তা আর রাখা লাগবে না।
উদ্যোক্তারা আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই ছাড়ের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার এই উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার খাত বিবেচনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) থেকে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) পাওয়া ফাস্ট ট্র্যাক বিদ্যুৎ প্রকল্পের অনুকূলে এলসি খোলা হয়েছে, সে সব এলসির দায়ের বিপরীতে এক শতাংশ অর্থ জমা রাখার যে নিয়ম (সংরক্ষণ) বাধ্যবাধকতা ছিল তাদের তা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একই সঙ্গে ২০১৮ সালের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের যে সব এলসি খোলা হবে সেগুলোর ক্ষেত্রেও এই এক শতাংশ প্রভিশন রাখতে হবে না।