বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট ছাড়ালো

বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট ছাড়ালো। আজ শনিবার রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১১ হাজার ৫৯ মেগাওয়াট। যা এক সাথে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয়েছে। এজন্য উৎপাদনও বেড়েছে।
দেশে এখন বিদ্যুৎউৎপাদন ক্ষমতা আছে প্রায় ১৫ হাজার মেগাওয়াট।
এর আগে ২৭শে মে রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১০ হাজার ৮২৫ মেগাওয়াট, যা ছিল তখর পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন।

এরআগে ২৬শে এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তারআগে ১৯ শে মার্চ উৎপাদন হয়েছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট। গত বছর অক্টোবরে হয়েছিল নয় হাজার ৫০৭ মেগাওয়াট।
বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার সাথে উৎপাদনও বাড়ছে। প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আরইবি। ২০০৯ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৬৫৯ মেগাওয়াট ক্ষমতার ১১৪টা বিদ্যুৎকেন্দ্রর চুক্তি হয়েছে। ১৩ হাজার ৭৭১ মেগাওয়াট ক্ষমতার ৪৭টা বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এগুলো চালু হবে।