বিদ্যুৎ ও জ্বালানি মেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি

বিদ্যুৎ ও জ্বালানি মেলায় স্টল দিয়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি। আমাদের দেশের মাটির নিচে কয়লা কিভাবে থাকে। সেই কয়লা কিভাবে কেটে বের করে আনা হয়। সবই প্রদর্শন করা হচ্ছে মেলায়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির একটি মডেল তৈরি করে তার মাধ্যমেই মেলায় আসা দর্শকদের পুরো প্রক্রিয়া বুঝিয়ে দিচ্ছেন ম্যানেজার ইউনুস আলী ও দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন এনার্জি বাংলাকে বলেন, মেলায় আসা দর্শকদের কয়লার বিষয়ে অনেক আগ্রহ। তারা জানতে চায় কিভাবে এই কয়লা আমরা ব্যবহার করি। মাটির এত নীচ থেকে কিভাবে এই কয়লা তোলা হয়। ইউনুস আলী জানান, মডেলের মাধ্যমে খুব সহজেই দর্শকদের কয়লার বিষয়গুলো বোঝানো হচ্ছে। এর মাধ্যমেই সাধারণ মানুষের কয়লার ব্যবহারের বিষয়ে ধারনা পাচ্ছে।

boropukuria 2
দেশে প্রাথমিক জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে কয়লার ভূমিকা ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে। এ খনি থেকে উৎপাদিত হচ্ছে উন্নতমানের (বিটুমিনাস) কয়লা। এর তাপজনন ক্ষমতা অনেক বেশি। সালফারের পরিমান অতি নগন্য এবং বড়পুকুরিয়ার কয়লা অনেক বেশি পরিবেশবান্ধব। এ কয়লা শুধু পার্শ্ববর্তী ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাহিদাই পূরণ করছে না। দেশের শিল্পকারখানা ও ইটভাটায় ব্যবহার করা হচ্ছে এখানকার কয়লা।