ভারতে কয়লা আমদানি কমেছে ১৯%

ভারতে মে মাসে কয়লার আমদানি ১৯ দশমিক ২ শতাংশ কমেছে। মে মাসে দেশটিতে মোট ১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্থানীয় জ্বালানি থাকায় আমদানি কমেছে।

খবর ইকোনমিক টাইমস।

এমজাঙ্কশন সার্ভিসেস নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের তথ্যমতে, গত বছর একই সময়ে ভারতে কয়লার আমদানির পরিমাণ ছিল ২ কোটি ২ লাখ ৯০ হাজার টন। সেইল ও টাটা স্টিলের সঙ্গে যৌথভাবে কাজ করা এ প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, চলতি বছরে আমদানির পরিমাণ কমেছে ১৯ দশমিক ২ শতাংশ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভিরেশ ওবেরয়ের মতে, মূলত নন-কোকিং কয়লার আমদানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। কারণ অধিকাংশ স্থানীয় কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র, বিশেষত পিএসইউ বিদ্যুেকন্দ্রগুলোয় আমদানিকৃত কয়লা ব্যবহার ব্যাপক পরিমাণে কমিয়ে আনা হয়েছে। এসব বিদ্যুেকন্দ্রে বর্তমানে মূলত দেশীয় কয়লা ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিলে এসব বিদ্যুেকন্দ্র ৪৫ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করেছিল। এর বিপরীতে চলতি বছরের একই সময়ে এ আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৩ লাখ টনে।