ভারত থেকে নতুন পর্বে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু

ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার নতুন যোগ হয়েছে ৩০০ মেগাওয়াট। নতুন করে মোট ৫০০ মেগাওয়াট আনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ সঞ্চালন উদ্বোধন করবেন।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১টা থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। প্রথমে ৩০০ মেগাওয়াট করে আসা শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটা আরও বাড়বে।
ভেড়ামারা উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে এই বিদ্যুৎ আনা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভেড়ামারা দিয়ে সোমবার  মোট ৭৯০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হয়েছে। আর ত্রিপুরা থেকে ১২০ মেগাওয়াট। আজ এই মোট ৯১০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে।