রামপালে হয়ে গেল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্কুল কলেজের ছেলে মেয়েদের তুলিতে ফুটে উঠল স্বাধীনতার চিত্র। এক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা তুলে ধরে বাংলাদেশের ইতিহাস।
বাগেরহাটের রামপালের কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায়।  গত ২১শে মার্চ রামপালের সুন্দরবন মহলিা কলজে  এর আয়োজন করে বাংলাদশে-ইন্ডয়িা  ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রা.) লিমিডেট (বিআইএফপিসিএল)।
রামপালে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকার আশপোশরে রামপাল এবং মোংলা উপজেলার ১৫ স্কুল ও চার কলেজ নিয়ে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায়   ৩৫০ জন এতে অংশ নেয়।
বিআইএফপিসিএল এর অতিরিক্ত মহাব্যবস্থাপক ইন্দ্রজিত বসাক চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-ব্যবস্থাপক জি এম. তরকিুল ইসলাম। উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক বকুল তরফদার, ওজিউর রহমান, উত্তম কুণ্ডু, শামীম আল মামুন।

বিআইএফপিসিএল’র জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ঐ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহিত করার জন্য  বিভিন্ন সময়ে বিআইএফপিসিএল নানা অনুষ্ঠানের আয়োজন করে। এম. তরকিুল ইসলাম জানান, প্রতিযোগিতায় অংশ নেয়াদের মধ্যে মোট ১৫ জনকে নির্বাচিত করা হবে। পরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেয়া হব।

bifpcl