সোলার প্যানেলের ওপর আমদানি শুল্কের প্রস্তাব বাতিল

প্রস্তাবিত বাজেটে সোলার প্যানেলের ওপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী সেই প্রস্তাব আজ বুধবার বাতিল করে দিয়েছেন। এর ফলে সোলার প্যানেল আমদানিতে কোনো আমদানি শুল্ক দিতে হবে না।
অর্থমন্ত্রী বলেন, সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চায়। সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সৌর বিদ্যুতের বড় একটা ভুমিকা আছে। এসব কথা বিবেচনা করেই সোলার প্যানেলের ওপর প্রস্তাবিত শুল্ক বাতিল করা হয়েছে।
বিদ্যুতের ব্যবহার বাংলাদেশে বেশী পুরাতন নয়। কিছুদিন আগেও সৌর বিদ্যুতের সকল যন্ত্রপাতি আমদানি করা হতো। সে কারণে এ সকল যন্ত্রপাতির উপর শূন্য শুল্ক হার ছিল। বর্তমানে ফটোভোলটেইক সেল ব্যবহার করে সোলার মডিউল বা প্যানেল দেশেই প্রস্তুত করা হচ্ছে।