১৫ উপজেলায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিজেন্ট পাওয়ার, ঘোড়াশাল

দেশের ১৫টা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃহষ্পতিবার এর উদ্বোধন করা হবে।
এছাড়া আগামী জুন মাসের মধ্যে আরও ১৩৫টা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন শেষ হবে।
ঢাকার ধামরাই, কিশোরগেঞ্জর নিকলী, চট্টগ্রামের রাউজান, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, সাতক্ষীরার দেবহাটা, খুলনার রূপসা, ফুলতলা ও দিঘলিয়া, নাটোরের বাগাতিপাড়া, পাবনার বেড়া, সিলেটের বিয়ানীবাজার, চুয়াডাঙ্গা সদর এবং দিনাজপুরের সদর ও বিরামপুর উপজেলায় শতভাগ বিদ্যুতের উদ্বোধন করা হবে। এ উপজেলার শতভাগ মানুষ এখন  বিদ্যুৎ সুবিধা ভোগ করছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) বলেন, নিদিষ্ট সময়ের আগেই শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দেয়ার কার্যক্রম চলছে। আশা করি তা সুষ্ঠুভাবে শেষ হবে।
এরসব উপজেলায় ১৩ হাজার ১০০ কিলোমিটার  লাইন করে বিভিন্ন শ্রেণির সাত লাখ ৯৯ হাজার ৫২৭টা সংযোগ দেয়া হয়েছে। এতে এক হাজার ৮৭৯ কোটি ৬৬ লাখ টাকা খরচ হয়েছে।

এরআগে বিভিন্ন সময় ৩৬টা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন উপজেলার সংখ্যা ৪৬০টি।
দেশের ৭৫ হাজার ৮৯১ গ্রাম বিদ্যুতায়ন করা হয়েছে। তিন লাখ ২৫ হাজার সেচ পাম্পসহ বিভিন্ন শ্রেণীর দুই কোটি ২২ লাখ গ্রাহক/পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।