২৫ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি জাতীয় কমিটির

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলের দাবিতে ২৫ ফেব্রুয়ারি শনিবার সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি সফল করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে কমিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে জাতীয় কমিটির এক সভা থেকে এই আহ্বান জানানো হয়। আগামী ১১ মার্চ খুলনায় উপকূলীয় অঞ্চলের সমাবেশ সফল করতে ওই এলাকার সচেতন মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রুহিন হোসেন, বজলুর রশীদ ফিরোজ, আবদুস সাত্তার, শহিদুল ইসলাম, মনির উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ।