অপরিকল্পিত এলাকার শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নয়: নসরুল

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সাথে অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলই শুধু নয়, বিসিকেরও পরিকল্পিত শিল্প এলাকা আছে। পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া এবং সরকারের অনুমোদন ছাড়া কোথাও গ্যাস বা বিদ্যুতের সংযোগ দেয়া যাবে না। যত্রতত্র অনুমোদন ছাড়া কেউ করলে, তাদের লাইন কেটে দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে। সেগুলো আমরা দেখব। নতুন প্রযুক্তি হওয়ায় স্বাভাবিকভাবে কিছু সমস্যা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের সঞ্চলন লাইনের বিষয়ে ভূমি অধিগ্রহণের ব্যাপারে একটি নীতিমালা তৈরি হচ্ছে। অতি শিগগিরই নিতিমালা তৈরি করা হবে। কিভাবে তাদের সমন্বয় করা যায় তা দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে বিদ্যুতের বকেয়া বিল প্রায় ১৪শ কোটি টাকা, গ্যাসের বিলও বকেয়া রয়েছে অনেক। তেল-গ্যাস-বিদ্যুতে প্রায় ৮ থেকে ৯ হাজার কোটি টাকা বকেয়া আছে। প্রধানমন্ত্রী বলেছেন যারা বিদ্যুতের বিল দেবেন না তাদের লাইন কেটে দেয়ার জন্য।

তিনি আরও বলেন, অপরিকল্পিত শিল্প এলাকার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেয়ায় সমস্যা হচ্ছে। অপরিকল্পিতভাবে যারা শিল্প করেছেন তারা ইচ্ছা করলে ভবিষ্যতে পরিকল্পিত শিল্প এলাকায় যেতে পারবেন।

নসরুল হামিদ জেলা প্রশাসকদের বলেন, স্থানীয়ভাবে প্রতিটি উপজেলার মাষ্টার প্ল্যান করে পরিকল্পিত দেশ গড়তে সহায়তা করুন। উদ্ভাবনী ধারণ-চিন্তা-চেতনা বাস্তবায়ন ও প্রসারে জেলা প্রশাসকদের ব্যাপক সুযোগ রয়েছে। মাঠ পর্যায় থেকে প্রস্তাব আসলে নীতি নির্ধারণী পর্যায়ে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে সহজ হয়।
তিনি বালু মহল বা খনিজবালু উত্তোলনে ইজারা দেয়া এবং স্থান নির্ধারণে আরো সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান। বলেন, পর্যায়ক্রমে পাথর কোয়ারি ইজারা বা লাইসেন্স প্রদান বন্ধ করে দেয়া হবে।