অপরিবর্তিত ডিজেল কেরোসিন পেট্রোল অকটেনের দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১লা মার্চ ২০২৫):
মার্চ মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
মার্চ মাসের জন্য এই চার জ্বালানির দাম কমানো বা বাড়ানো হয়নি বলে জানানো হয়েছে।
শনিবার (১লা মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
ফেব্রুয়ারির জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন, তেলের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়। এর আগে জানুয়ারির জন্য ডিজেল ও কেরোসিন লিটারে এক টাকা কমানো হয়েছিল। পেট্রল ও অকটেনের দাম ছিল অপরিবর্তিত।