আইটিএফসি বাংলাদেশে এলএনজি খাতে অর্থায়ন করতে চায়
আইটিএফসি বাংলাদেশে এলএনজি খাতে অর্থায়ন করতে চায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার হানি সালম সানবুল সাক্ষাৎ করেছেন।
রোববার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই বিনিয়োগের কথা জানান। এ সময় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইটিএফসি‘র নির্বাহী প্রধান বলেন, ১৯৭৯ সাল থেকে আইটিএফসি বাংলাদেশের জ্বালানি খাতে কাজ করে আসছে। ইসলামিক ডেভলোপমেন্ট ব্যাংক গ্রুপের সদস্য হিসেবে আইওসি ভুক্ত দেশে আইটিএফসি অর্থায়ন করে থাকে।
প্রতিমন্ত্রী, আইটিএফসি‘র নির্বাহী প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন বড় হচ্ছে; বাজারও বড় হচ্ছে। কয়লা খনি, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যান্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র, রিফাইনারী,এফএসআরইউ, এলএনজি টার্মিনাল, এলপিজি ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগ দিন দিন বাড়ছে। উপ-আঞ্চলিক সহযোগিতায় বিদ্যুৎ আসছে; আরো আসবে। প্রতিমন্ত্রী এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, উৎপাদনের সাথে সাথে বিতরণ, সঞ্চালন ব্যবস্থায়ও বিনিয়োগ করার ক্ষেত্র তৈরী হয়েছে।