শুরু হচ্ছে গ্রীণ এনার্জি এক্সপ্রো
আগামীকাল শুরু হচ্ছে দুই দিনের গ্রীণ এনার্জি এক্সপ্রো বা নবায়নযোগ্য জ্বালানি মেলা। ত্রিশ লাখ সৌর বিদ্যুৎ সংযোগ উদযাপন উপলক্ষে হোটেল সোনারগাও এ এই মেলার আয়োজন করেছে ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (ইডকল)। মেলায় ৫০টি স্টল থাকবে যারমধ্যে ৪৭টি দেশীয় কোম্পানি।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান মেলার উদ্বোধন করার কথা রয়েছে। বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান থাকার কথা আছে।
ইডকল স্থাপিত ত্রিশ লাখ সৌর বিদ্যুতায়িত বাড়িতে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎহীন এলাকায় এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।