দিল্লীতে সার্ক জ্বালানি মন্ত্রীদের বৈঠক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর জ্বালানি মন্ত্রীদের ৫ম বৈঠক শুরু হচ্ছে। সার্কভূক্ত দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা করা হবে। আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিলীতে এই বৈঠক হবে।
বৃস্পতিবার এবিষয়ে কর্মকর্তা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সার্ক দেশগুলোর জ্বালানি মন্ত্রী এবং সংশিষ্ট কর্মকর্তারা যোগ দেবেন। দু’দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৈঠকে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত সার্ক দেশগুলোর জ্বালানি মন্ত্রীদের চতুর্থ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
২০০০ সালের জানুয়ারিতে জ্বালানি সংক্রান্ত সার্ক কারিগরি কমিটি গঠনের মধ্য দিয়ে সার্ক দেশগুলোর জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতার আলোচনা শুরু হয়।