আজ বিশ্ব আবহাওয়া দিবস
আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিবছর এই দিনে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চল ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে। এবারের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু কার্যক্রমে জলবায়ু জ্ঞান’।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতিবছরের মতো চলতি বছরও দিবসটি পালনের জন্য নান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন শাখা অফিসগুলোতে দিবসটি পালনেরও উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া-সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিডিও চিত্রও দেখানো হবে। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে। ঢাকার বাইরে কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনগুলো জনসাধারণের দর্শনের জন্য খোলা রাখা হবে।