আদানির বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটই চালু, বেড়েছে সরবরাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫):
ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই চালু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধের পর গত শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে দ্বিতীয় ইউনিটটিও।
মঙ্গলবার দুটি ইউনিট থেকে ১৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় প্রথম ইউনিট থেকে ৭৩৮ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে আদানি গ্রুপের বাংলাদেশ সংশ্লিষ্ট কর্মকর্তকারা জানিয়েছেন।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
কারিগরি ত্রুটির কারণে গত ৮ই এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।