আদানির বিদ্যুৎ নিয়ে উভয়ের আলোচনা শুরু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সাথে আলোচনা শুরু করেছে ভারতের আদানি পাওয়ার।
আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তারা বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
তবে কোন কোন বিষয় সেখানে আলোচনা হয়েছে এবং কোন কোন সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।
আদানি পাওয়ার এর প্রতিনিধিরা বাংলাদেশে এসে পিডিবি ও বিদ্যুৎ সচিবের সাথে বৈঠক করে আবার বৃহষ্পতিবারই ভারতে ফিরে যান।
ভারতের ঝাড়খন্ডের গোড্ডা জেলায় আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আগামী মার্চে চালু হতে পারে। চুক্তি অনুযায়ী এটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। উৎপাদন শুরুর আগেই এ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার দাম নিয়ে আপত্তি তোলে পিডিবি। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত ২৫ জানুয়ারি আদানি পাওয়ারকে চিঠি দিয়ে আলোচনার অনুরোধ জানানো হয়।