আদানি বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহে সম্মত
ইবি ডেস্ক/রয়টার্স (শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫):
ভারতের আদানি পাওয়ার তাদের ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার পুরো বিদ্যুৎ উৎপাদন করবে। এবং তা বাংলাদেশে রপ্তানি করবে।
আগামী এক সপ্তাহের মধ্যে সক্ষমতার পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করতে সম্মত হয়েছে আদানি।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে পুরোটা সরবরাহে সম্মত হয়েছে।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, পুরোদমে বিদ্যুৎ দিতে সম্মত হলেও কর ছাড়ের যে অনুরোধ বাংলাদেশ থেকে করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তারা। শুধু চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে চায়।
রয়টার্স বলছে, মঙ্গলবার পিডিবি ও আদানির মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। আলোচনাগুলো আরও চলবে বলে জানা গেছে।
আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, আদানি এক ডলারও ছাড় দিতে চায় না। তারা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুসরণ করছে।
বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিন আগেই রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই। পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে। বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে আদানি পাওয়ারের এক মুখপাত্রের কাছে জানতে চায় রয়টার্স। তবে তিনি কোনো মন্তব্য করেননি।
গতবছর ৩১শে অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ। বিল পরিশোধেও দেরি হচ্ছিল। কয়লার অভাবে গত ১লা নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। শীতকালীন কম চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি।