আন্তজাতিক নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন শুরু
ভবিষ্যতে নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানির প্রয়োজন মেটাতে হবে। এজন্য উন্নত কারিগরি জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে উদ্যোগী হতে হবে।
বৃহ¯ক্সতিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, অধ্যাপক সদরুল ইসলাম ও অধ্যাপক ড. ফাইয়াজ খান।
ড. একে আজাদ চৌধুরী বলেন, আমাদের মতো প্রাকৃতিক দুর্যোগের দেশে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুত উৎপাদন করাই উত্তম। সৌরশক্তিকে একমাত্র নবায়নযোগ্য উৎস বিবেচনা করা হলেও বায়ু, পানি এবং অন্যান্য উৎসের শক্তি ব্যবহার করতে হবে। দেশে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমছে। অধিকাংশই চাকরির বাজার বুঝে শিক্ষা গ্রহন করতে চায়। যারা বিজ্ঞান পড়ছে তারাও সফটওয়ার প্রকৌশলী হতে চায়। এই অবস্থার পরিত্রাণ প্রয়োজন।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণে প্রযুক্তির স্থায়িত্বকেই বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি উন্নয়নশীল। ধীরে ধীরে প্রযুক্তিগুলো উন্নত হচ্ছে। আবার একই ভৌগোলিক অবস্থানের দেশেও প্রযুক্তিগুলো ভিন্নভাবে কাজ করে। ক্রমান্বয়ে প্রযুক্তির দামও কমে আসছে।
তিন দিনের সম্মেলন শেষ হবে ৩১ মে। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয়দিন কারিগরি পর্বে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা প্রায় ৯২টি প্রবন্ধ উপস্থাপন করবেন।