আন্তর্জতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম কাজ পেল বাপেক্স

প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্যাস কূপ খনন করার কাজ পেল বাপেক্স। কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে দুইটি কূপ খননের কাজ পেয়েছে তারা।
বুধবার দরপ্রস্তাব বিবেচনা শেষে সিঙ্গাপুর ভিত্তিক তেল গ্যাস কোম্পানি ক্রিস এনার্জি বাপেক্সকে কাজ দিয়েছে। রাশিয়া, চীনসহ কয়েকটি দেশের ১০টি কোম্পানির সাথে প্রতিযোগিতা করে এই কাজ পেয়েছে বাপেক্স।
ক্রিস এনার্জি বর্তমানে বাঙ্গুরা গ্যাসক্ষেত্র পরিচালনা করে। বাঙ্গুরা-৬ ও ৭ নম্বর কূপ খননের জন্য গত মে মাসে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়।  গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য নতুন করে এই দুটি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাজ পাওয়ার ফলে বাপেক্স আরও একধাপ এগিয়ে গেল। সকলের মনোবল বাড়বে। আন্তর্জাতিক পরিবেশে বাপেক্সের সুনাম হবে। আগামী অক্টোবর মাস থেকে বাঙ্গুরায় গ্যাস কূপ খনন শুরু করা হবে বলে তিনি জানান। বাপেক্সের নতুর খনন যন্ত্র (রিগ) ‘ বিজয়-১০’ দিয়ে এই কূপ খনন করা হবে। এতে বাপেক্সের অর্থনৈতিক লাভও হবে। তবে তা খুবই কম। অর্থনৈতিক লাভের চেয়ে আত্নবিশ্বাস হওয়ার লাভের দিকে বেশি নজর দেয়া হয়েছে বলে তিনি জানা।
সূত্র জানায়, বাপেক্সসহ তিনটি আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি এই কূপ খননের কাজে অংশ নিয়েছিল।
২০১৪ সালের প্রথম থেকে বাঙ্গুরা পরিচালনা করছে ক্রিস এনার্জি। এরআগে ছিল টাল্লো। টাল্লো বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে তাদের ব্যবসায় গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে তারা ক্রিস এনার্জির কাছে তাদের শেয়ার হস্তান্তর করে চলে যায়।
কুমিল্লা জেলার বাঙ্গুরায় অবস্থিত এটি নয় নম্বর গ্যাসব্লক। এক হাজার ৭৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ব্লকের অবস্থান। এক্ষেত্রে  উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে ৩০ হাজার ৯০০ কোটি (৩০৯ বিলিয়ন) ঘনফুট  গ্যাস। গত বছর প্রতিদিন গড়ে ১০ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। এবছর গড়ে আট কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।