আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম: প্রধানমন্ত্রীর অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক:

দুএকদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে।  আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে দাম নির্ধারণ পদ্ধতি এসপ্তাহেই চালু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অনুমোদন দিয়েছেন। আন্তর্জাতিক বাজারের চেয়ে এখন দেশে দাম বেশি। তাই এই পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ হলে কিছুটা সাশ্রয়ী হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম কমলে পাচারের শঙ্কা বাড়বে। জেলা প্রশাসকদের এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।