আবারও ভূমিকম্প, আতঙ্কিত লোকজন
বাংলাদেশে রবিবার দুপুরে আবারও ভূমিকম্প হলে বিভিন্ন বাড়ি-ঘর এবং অফিসের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশের আবহাওয়া বিভাগের পরিচালক শাহ আলম জানিয়েছেন, “এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশে থেকে ৬১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে নেপালের কোডারি এলাকায় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়”।
শনিবার নেপালে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনেও ভূ-কম্পন অনুভূত হয়।
নেপালের ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার খবর আসছে।
এর মাঝে রবিবার দুপুর একটা নয় মিনিটের দিকে আবারও ভূমিকম্প হলে আতঙ্ক দেখা দেয় লোকজনের মাঝে।
বিভিন্ন বহুতল ভবনের কর্মীরা রাস্তায় নেমে যান। আবার অনেকেই ছাদে ওঠেন নিরাপত্তার তাগিদে।
বাংলাদেশের সব জায়গাতেই এই ভূকম্পন অনুভূত হয় বলে জানান আবহাওয়াবিদ মি আলম।
যে কোনও ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধরনের ‘আফটার শক’ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।